Blogger Widgets

রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

ফেসবুক লগ আউট করতে ভুলে গেলে আছে – রিমোট লগ আউট------E


কোন পাবলিক কম্পিউটারে বা অন্য কার কম্পিউটারে ফেসবুক লগইন করেছেন কিন্তু আসার
সময় বিদ্যুৎ চলে গেছে বা আপনি লগ আউট করতে ভুলে গেছেন। তো এত অনেক বড় বিপদে
পরার মত সমস্যা। যদি এমন হয় তবে এবার ঐ কম্পিউটারে ছুটে যাবার দরকার নেই আপনি
আপনার PC থেকেই ঐ PC র লগ আউট করতে পারবেন।


এজন্য আপানার PC তে আপনার লগইন করার পর Account Settings এ যান সেখানে
Security অপশনে Active Sessions এ ক্লিক করুন Current Session এ আপনার চলিত
PC র তথ্য দেখাবে আর Also Active এ শিরোনামে লগইন সক্রিয় আছে এমন কম্পিউটারের
সময়, ডিভাইসের নাম, কোন শহর, আইপি কত, কোন ব্রাউজার, কোন অপারেটিং সিস্টেম তা
দেখাবে। এবার ঐ আগের কম্পিউটার লগ আউট করতে End Activity ক্লিক করুন তাহলেই ঐ
কম্পিউটার থেকে লগ আউট হয়ে যাবে।

Nokia W10 Specifications

Nokia mobile phone to inform his latest back out through the My Nokia Blog Nokia W10 using the Microsoft Windows Platform Phone 7. These phones will include 4.5-inch capacitive touchscreen display capable of displaying a resolution of 1280 x 720 pixels, and CPU with 2 GHz processor Quad-Core inside, paired with 2 GB of RAM and a powerful GPU. In addition, also features 32 GB of internal memory, microSD memory card slot with support up to 64 GB of additional storage space, 4G LTE connectivity, Quad-band frequency on the board, and Li-Ion 2000 mAh and support for all of Microsoft’s services are offered Phone to Windows users.

Nokia W10 Specifications :

* Windows Phone 7.5
* Quad-band Network
* 4G-LTE Network
* Quad Stereo Speakers
* Super Amoled Plus – Clear Black Display – 16 M Colors
* Capacitive Touchscreen
* 1280×720 Screen Resolution
* 4.5 inch Display – Dragontrail Glass Display
* TV-out (1080p video) via HDMI with Dolby Digital Plus sound
* 15 MP Primary Camera, Carl Zeiss optics, autofocus, Dual Xenon flash, 1/1.83” sensor size, ND filter, geo-tagging, face detection
* Video Recording Full HD 1080p@30fps
* 5 MP Secondary Camera, Carl Zeiss optics, EDoF, Xenon flash, face detection
* Proximity sensor
* Ambient light sensor
* Thermo sensor
* Magnetometer sensor
* 3-axis Gyro sensor
* 2 GHz Quad-Core Processor – 32 GB Storage – 2 GB ROM – 2 GB RAM – GPU
* MicroSD up to 64 GB
* USB on the go
* Battery Li-Ion 2000 mAh

শনিবার, ১২ নভেম্বর, ২০১১

☀ Here is some Nokia mobile codes for you

General Security code: 12345
IMEI: *#06#
Model & version: *#0000#
SIM clock: *#746025625#
Warranty: *#92702689# Reset s40: *#7780#
Reset s60: *#7370#
Product ID s40: *#7760#
Bluetooth s40: *#2820# Rotate screen on non-camera color phones
like 1600 model:
*#5511#
*#5512#
*#5513#
*#5514#

know memory card password by s60v3

এই কাজ করার জন্য আপনাকে Xplore নামের একটা ফাইল ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রয়োজন তাই সফটওয়্যারনিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন। সফটওয়্যার টি আপনার মোবাইল এ ইন্সটল করুন। এবার সফটওয়্যার টি ওপেন করুন এবং কিছু সেটিং পরিবর্তন করার জন্য শুন্য (0) চাপুন একটা বিশাল কনফিগারেশন এর মেন্যু আসবে সেখানে “Show the System Files” অপশনেটিক দিয়ে শেভ করুন। এবার আপনার মেমরি কার্ড এর পাসওয়ার্ড পাওয়ার জন্য “ C:/Sys/Data/Mmcstore” লোকেশন এ গিয়ে তিন (3) বাটনে চাপ দিন দেখবেন কি যেন হিজিবিজি লেখা এসে হাজির হয়ে গেছে। এবার সেখানে ৩ নং কলামে ! TMSD02G (c??”?x???5?5?5?
5? এই ধরনের একটা কোড পাবেন এবার এই কোড থেকে প্রশ্নবোধক চিহ্ন (?) বাদ দিয়ে অক্ষর গুলো নিন যেমন আমার দেয়া কোড গুলো থেকে প্রশ্নবোধক চিহ্ন (?) বাদ হলে “5555 “ পাওয়া যায়। তাহলে পাসোয়ার্ড হল “ 5555″ । আরযদি আপনি“ C:/Sys/ Data/Mmcstore” এখানে না যেতেপারেন তাহলে মনে করবেন যে আপনার মেমোরিতে পাসোয়ার্ড দেয়া নাই।
Download
http://gallery.mobile9.com/f/2127846/?ref=2662

Chaina mobile Restore Factory

You have face many problam when you dont know the security code of your phone dont worry 90%chaina mobile defult code is "1122" enjoy....! Set difult language 'English' in chaina mobile just dail*#0000#
enjoy...! Restore Factory settings For all china mobile. You can use from there.= >*# 77218114#*#881188# *#94267357# *# 9426*357# *#19912006# *#118811# *#364663# *#987*99#

Unlock SecurityCode

If you forget your Security code (Lock code), no need to bother about that. We will provide you the code to unlock your phone. Note: Only for Nokia handsets which listed below. Type Your IMEI & Get SecurityCode. Note: IMEI must be 15 digits. Nokia 1100 Nokia 1110 Nokia 1600
Nokia 2100
Nokia 2270 Nokia 2285 Nokia 2300 Nokia 2600
Nokia 2650 Nokia 3100
Nokia 3108
Nokia 3120
Nokia 3125 Nokia 3128
Nokia 3200 Nokia 3210 Nokia 3220
Nokia 3230
Nokia 3300 Nokia 3310
Nokia 3315 Nokia 3320 Nokia 3330 Nokia 3350
Nokia 3360
Nokia 3390 Nokia 3410
Nokia 3510 Nokia 3510i Nokia 3520
Nokia 3530
Nokia 3560
Nokia 3585 Nokia 3585i
Nokia 3586i Nokia 3590
Nokia 3595 Nokia 3610 Nokia 3620
Nokia 3650
Nokia 3660
Nokia 5100 Nokia 5110
Nokia 5130 Nokia 5140 Nokia 5140i Nokia 5210
Nokia 5510
Nokia 6010 Nokia 6020 Nokia 6021
Nokia 6030 Nokia 6060 Nokia 6060V Nokia 6090 Nokia 6100 Nokia 6101 Nokia 6102
Nokia 6108
Nokia 6120 Nokia 6130
Nokia 6138 Nokia 6150 Nokia 6150E Nokia 6170 Nokia 6185
Nokia 6190 Nokia 6200 Nokia 6210 Nokia 6220
Nokia 6225 Nokia 6230 Nokia 6230i Nokia 6235 Nokia 6250
Nokia 6255
Nokia 6260 Nokia 6310 Nokia 6310i Nokia 6340 Nokia 6340i Nokia 6360
Nokia 6385
Nokia 6510 Nokia 6560
Nokia 6585
Nokia 6590
Nokia 6600 Nokia 6610 Nokia 6610i
Nokia 6620
Nokia 6650 Nokia 6651
Nokia 6670 Nokia 6800 Nokia 6810 Nokia 6810i
Nokia 6820
Nokia 6822 Nokia 7110 Nokia 7160 Nokia 7200 Nokia 7210 Nokia 7250 Nokia 7250i Nokia 7260
Nokia 7270
Nokia 7280
Nokia 7600 Nokia 7610 Nokia 7650
Nokia 7700 Nokia 7710 Nokia 810 Nokia 8210 Nokia 8250
Nokia 8265 Nokia 8270 Nokia 8290 Nokia 8310 Nokia 8390 Nokia 8800 Nokia 8800 ARTE Nokia 8800 BLACK Nokia 8800 SAPPHIRE ARTE Nokia 8800 SIROCCO Nokia 8800 SIROCCO EDITION Nokia 8800 SIROCCO GOLD Nokia 8810 Nokia 8850
Nokia 8855
Nokia 8890 Nokia 8910 Nokia 8910i Nokia 9000 COMMUNICATOR
Nokia 9110i COMMUNICATOR Nokia 9210 COMMUNICATOR Nokia 9210i Nokia 9210i COMMUNICATOR Nokia 9290 Nokia 9290 COMMUNICATOR Nokia 9300 Nokia 9300 SMARTPHONE Nokia 9300i Nokia 9300i SMARTPHONE Nokia 9500 Nokia 9500 COMMUNICATOR Nokia N-GAGE Nokia N-GAGE QD Nokia NK402
Nokia NK702
Go visite
http://irshadwap.com/wap/utilities/unlock/get_mastercode.php

পিকচার রিসাইজ জিনিয়াস নামের সফট দিয়ে ছবি রিসাইজ সহ টেক্সট ইফেক্ট দিন

যারা খুব দ্রুত ছবিকে রিসাইজ করতে চান, তাদের জন্য নিয়ে এলাম পিকচার রিসাইজ জিনিয়াস নামের দারুণ এক সফটওয়্যার। যা দিয়ে আপনি ছবিকে ছোট কিংবা বড় করতে পারেন। এই সফট দিয়ে আপনি শধু ছবিকে ছোট বা বড়ই করতে পারবেন তা শুধু নয়। আমরা যারা বিভিন্ন ওয়েব সাইট বা ব্লগে লিখি তাদের জন্য এটি খুব দরকার বলেই আজ শেয়ার করতে এলাম। লেখার মাঝে আমরা টিউটেরিয়াল বা ছবি কিংবা ইমেজ শেয়ার করি। সেই ছবিতে আপনি ওয়াটার মার্ক হিসেবে ছবির উপর টেক্সট ইফেক্ট ও লোগো ব্যবহার করতে পারেন। কেননা দেখা গেছে, অনেক লেখা আপনি লিখেছেন বিভিন্ন সাইটে, কিন্তু আপনার অজান্তেই লেখাটি চুরি হয়ে যায়, ছবি সহ। আর যারা চুরি করে, তারা লেখা ও ছবি দুটোই চুরি করে। তাই বন্ধুরা আপনি যখন ছবি শেয়ার করবেন তখন খুব সহজে সে ছবিতে টেক্সট ইফেক্ট দিয়ে দিতে পারেন, আর চুরি করা সেই আপনার লেখাতে জ্বল জ্বল করে উঠবে আপনার দেয়া টেক্সট ইফেক্ট। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে (http://www.mediafire.com/?oqkzccwysdtj6yb) এখান থেকে ডাউনলোড করে নিন Picture Resize Genius v2.9.4 নামের সফটটি মাত্র ৩.২৯ মেগাবাইট। ডাউনলোড করার পর rar ফাইলটিকে Extract করলে আপনি সেট আপ ফাইল সহ ক্র্যাক ফাইল পাবেন। ইন্সটল শেষে ক্র্যাক ফাইলটিকে কপি করে নিন এবং C ড্রাইভ এ ঢুকে প্রোগ্রাম ফাইলে যান এবং Picture Resize Genius v2.9.4 ফাইল ওপেন করে পেস্ট করুন, ইন্সটল পর্ব শেষ।

TIPS


►Ram এর গতি বাড়িয়ে নিন
উইন্ডোজ ব্যবহারের সময় অনেক Page File তৈরি হয়, Page File ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করে। কিন্তু এই Page File কম্পিউটারে জমা হয়ে RAM-এর গতি কমিয়ে দেয়। কম্পিউটার বন্ধ করার সময় স্বয়ংক্রিয়ভাবে এই ফাইলগুলো আপনি মুছে ফেলতে পারেন। এ জন্য Start থেকে control panel-এ যান। এখান থেকে Administrative Tools/Local Security Policy/Security Settings/Local Policies/Security Options ঠিকানায় যান। ডানপাশের Shutdown : Clear virtual memory page file অপশনে দুই ক্লিক করুন এবং অপশনটি Enable করে OK দিয়ে বের হয়ে আসুন। এখন কম্পিউটার বন্ধের সময় virtual memory page file স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এ ছাড়া Start/run-এ গিয়ে Tree লিখে Enter চাপলে Ram-এর গতি কিছুটা বাড়বে। এই কাজটি মাঝেমধ্যে করলে আপনার কম্পিউটার গতিশীল থাকবে।

TIPS

►সংযুক্তি ছাড়াই ছবি পাঠান
বিনামূল্যে ই-মেইল সুবিধা প্রদানকারী জিমেইলে সাধারণত ছবি অথবা কোনো ফাইল পাঠাতে সংযুক্তি (অ্যাটাচ) করে পাঠাতে হয়। ইচ্ছে করলে পাঠানো মেইলের মাধ্যমে ছবি যোগ করে মেইল করা যায়। এ জন্য প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্টে ঢুকে (লগ-ইন) করে Settings থেকে Labs অপশনে ক্লিক করুন। এখান থেকে Inserting Images অপশন Enable করুন এবং সেটিংস সেভ করে বের হয়ে আসুুন। খেয়াল করুন, কম্পোজ বক্সে Inserting Images অপশনের আইকন চলে এসেছে। এই আইকনে ক্লিক করে পছন্দের কোনো ছবি বা ছবির ওয়েব লিংক লেখার মাঝখানে যোগ করতে পারবেন।

TIPS

► জনপ্রিয় মুক্ত সফটওয়্যার মজিলা ফায়ারফক্স ব্যবহার করার সময় লেখাকে (টেক্সট) কথায় রূপান্তর করা যায়। এ জন্য ‘স্পিক ইট’ নামের অ্যাড অন ইনস্টল করতে হবে। ১০ কিলোবাইটের এই প্রোগ্রাম https://addons.mozilla.org/en-US/firefox/addon/3552 ঠিকানা থেকে নামিয়ে নিন (ডাউনলোড)। ইনস্টলের করে ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এবার পছন্দমতো টেক্সট নির্বাচন করে এবং মাউসে ডান ক্লিক দিয়ে পপআপ মেনুর নিচে Say It অপশনে ক্লিক করলেই টেক্সট শোনা যাবে।

► রাইট ক্লিক মেনুতে Copy To Folder… যোগ করুন

উইন্ডোজে কোনো ফাইল বা ফোল্ডার কপি করতে হলে আমরা সাধারণ যা করি, তা হচ্ছে ফাইল বা ফোল্ডারটির উপর মাউসের রাইট ক্লিক করে প্রাপ্ত কনটেক্সট মেনু থেকে কপি এর উপর ক্লিক করে যে ফোল্ডারে পেস্ট করতে হবে সেখানে গিয়ে শর্টকাট মেনু থেকে পেস্ট এ ক্লিক করি।আমাদের এই ঝামেলা অনেকটাই কমে যাবে যদি রাইটক্লিকের ফলে প্রাপ্ত কনটেক্সট মেনুতে এমন কোন কমান্ড থাকে, যার উপর ক্লিক করলে একটি ডায়ালগ বক্স প্রদর্শিত হবে, যেখান থেকে সিলেক্ট করে দেওয়া ফোল্ডারে উক্ত ফাইল বা ফোল্ডারটি কপি হয়ে যাবে। এর ফলে আমাদেরকে ম্যানুয়ালি গন্তব্যস্থানে প্রবেশ করতে হবে না। উত্‍স থেকে শুধু গন্তব্যের ঠিকানা সিলেক্ট করে দিলেই চলবে।
উইন্ডোজের রেজিস্ট্রি এডিট করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কনটেক্সট মেনুতে Copy To Folder… নামে একটি আইটেম যোগ করে নিতে পারবেন, যেটা আপনাকে ঠিক এই সুবিধাটাই প্রদান করবে। এটা করার জন্য প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন। এবার রেজিস্ট্রি এডিটর থেকেHKEY_CLASSES_ROOT\AllFiles
ystemObjects\shellex\ContextMenuHandlers ওপেন করুন। এখানে Copy To Folderনামে নতুন একটি কী রেজিস্ট্রি কী তৈরি করুন। এবার Copy To Folder এর ডান পার্শ্বস্থ প্যানেল থেকে (Default) নামক স্ট্রিং ভ্যালুটি ওপেন করে এর ভ্যালু হিসেবে {C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13} ইনপুট করুন। এবার এডিটর বন্ধ করে মূল উইন্ডোজে ফিরে এসে যেকোন ফাইল বা ফোল্ডার এর উপর রাইট ক্লিক করে দেখুন Send To এর উপরে Copy To Folder…নামে নতুন একটি আইটেম তৈরি হয়ে গেছে।

Recover Facebook account


আজ আমি আপনাদের দেখাব কি ভাবে hacked হওয়া Facebook account recover করতে হয়। এমন কি আপনার email id ও যদি hack হয় তাও Facebook এর account recover করা যাবে।
এই link এ যান। http://www.facebook.com/hacked
"My Account Is Compromised" button এ click করুন।
email address অথবা facebook username অথবা বন্ধুর নাম দিয়ে আপনার Facebook এর account খুজে বের করুন।
আপনার account খুজে পেলে This is my account এ click করুন।
তারপর আপনার নুতুন অথবা পুরাতন যে কোন একটি password দিয়ে continue এ click করুন।
আপনার Facebook account recover হয়ে গেলো।

সংগৃহীত

► টাস্ক ম্যানেজার নিস্ক্রিয় হলে করণীয়

ভাইরাসের কারণে অনেক সময় দেখা যায় টাস্ক ম্যানেজার ডিজেবল বা নিস্ক্রিয় হয়। ফলে টাস্ক ম্যানেজার খুলতে গেলে Task Manager has been disable by your asministrator মেসেজ আসে। টাস্ক ম্যানেজার সক্রিয় করার জন্য নোটপ্যাড খুলে নিচের সংকেত লিখুন এবং TMEnabled.reg নামে সেভ করুন।

Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“DisableTaskMgr”=dword:00000000

এবার TMEnabled.reg ফাইলটি চালু করলে রেজিষ্ট্রি এডিট হবে এবং টাস্ক ম্যানেজার সক্রিয় হবে।
<div id="fb-root"></div>
<script>(function(d, s, id) {
  var js, fjs = d.getElementsByTagName(s)[0];
  if (d.getElementById(id)) {return;}
  js = d.createElement(s); js.id = id;
  js.src = "//connect.facebook.net/bn_IN/all.js#xfbml=1";
  fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, 'script', 'facebook-jssdk'));</script>

কিছু বাস্তবতার কথা বলি।

কিছু বাস্তবতার কথা বলি।

১. যখন আমরা ফেসবুক ইউজ করি তখন ওমা এই মাত্র বসলাম আর ২ঘন্টা হয়ে গেছে!

২. আর যখন আম্মু আব্বুকে দেখানোর জন্য বই নিয়ে বসে আছি অনেক্ষন বসে থাকার পর হায় হায় মাত্র ১০ মিনিট হয়েছে। ধূর!

৩. আর পরিক্ষার আগের দিন রাতের বেলা ৭টায় পড়তে বসেছি কিচ্ছু পড়তে পারলাম না এদিকে ১০টা বেজে গেছে! :(

মোরাল- টাইম এবং টাইম আমার জন্য অপেক্ষা করে না। আমি টাইমের জন্য অপেক্ষা করি। যখন টাইম দরকার না তখন টাইমের স্পিড ৩০০দিন/ঘন্টা হয়। আর যখন দরকার তখন ৩০০বছর/ঘন্টা হয়।

Turn your name into 3D Download

Turn your name into 3D Download
http://www.mediafire.com/?idaciglocug7u77
Many tips for your mobile
You didn't know that
Download??????????
Seta apner ecca____but
http://www.mediafire.com/?ip6k6n3fvuzv7au
 ফেসবুকে আপনার বন্ধুদের ৩টি উপায়ে ট্যাগ & many more
www.facebook.com/zonayedpca

Softwares for PC And Java Mobile____________________________________________________
Tips for mobile & PC______________________________________
EVRYTHING!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!