Blogger Widgets

শনিবার, ১২ নভেম্বর, ২০১১

know memory card password by s60v3

এই কাজ করার জন্য আপনাকে Xplore নামের একটা ফাইল ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রয়োজন তাই সফটওয়্যারনিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন। সফটওয়্যার টি আপনার মোবাইল এ ইন্সটল করুন। এবার সফটওয়্যার টি ওপেন করুন এবং কিছু সেটিং পরিবর্তন করার জন্য শুন্য (0) চাপুন একটা বিশাল কনফিগারেশন এর মেন্যু আসবে সেখানে “Show the System Files” অপশনেটিক দিয়ে শেভ করুন। এবার আপনার মেমরি কার্ড এর পাসওয়ার্ড পাওয়ার জন্য “ C:/Sys/Data/Mmcstore” লোকেশন এ গিয়ে তিন (3) বাটনে চাপ দিন দেখবেন কি যেন হিজিবিজি লেখা এসে হাজির হয়ে গেছে। এবার সেখানে ৩ নং কলামে ! TMSD02G (c??”?x???5?5?5?
5? এই ধরনের একটা কোড পাবেন এবার এই কোড থেকে প্রশ্নবোধক চিহ্ন (?) বাদ দিয়ে অক্ষর গুলো নিন যেমন আমার দেয়া কোড গুলো থেকে প্রশ্নবোধক চিহ্ন (?) বাদ হলে “5555 “ পাওয়া যায়। তাহলে পাসোয়ার্ড হল “ 5555″ । আরযদি আপনি“ C:/Sys/ Data/Mmcstore” এখানে না যেতেপারেন তাহলে মনে করবেন যে আপনার মেমোরিতে পাসোয়ার্ড দেয়া নাই।
Download
http://gallery.mobile9.com/f/2127846/?ref=2662

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন