Blogger Widgets

শনিবার, ১২ নভেম্বর, ২০১১

কিছু বাস্তবতার কথা বলি।

কিছু বাস্তবতার কথা বলি।

১. যখন আমরা ফেসবুক ইউজ করি তখন ওমা এই মাত্র বসলাম আর ২ঘন্টা হয়ে গেছে!

২. আর যখন আম্মু আব্বুকে দেখানোর জন্য বই নিয়ে বসে আছি অনেক্ষন বসে থাকার পর হায় হায় মাত্র ১০ মিনিট হয়েছে। ধূর!

৩. আর পরিক্ষার আগের দিন রাতের বেলা ৭টায় পড়তে বসেছি কিচ্ছু পড়তে পারলাম না এদিকে ১০টা বেজে গেছে! :(

মোরাল- টাইম এবং টাইম আমার জন্য অপেক্ষা করে না। আমি টাইমের জন্য অপেক্ষা করি। যখন টাইম দরকার না তখন টাইমের স্পিড ৩০০দিন/ঘন্টা হয়। আর যখন দরকার তখন ৩০০বছর/ঘন্টা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন